হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)- এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলার শ্যামনগরের নূরনগরের গুলশানে যাহরা (সাআ.) ইমাম বাড়ীতে
উক্ত আনন্দ মাহফিলে আলোচনা করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব সাজেদুল ইসাম খান সাহেব।
উক্ত শোক মজলিসের সার্বিক তত্বাবধান করেছেন গুলশানে যাহরা (সাআ.) ইমাম বাড়ী কর্তৃপক্ষ!